শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

বাংলাদেশ প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশা শিবির সভাপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১০:১৬

শেয়ার

বাংলাদেশ প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশা শিবির সভাপতির
ছবি: সংগৃহীত

দেশের স্বার্থ ও বাংলাদেশ প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশা প্রকাশ করেন।

ছাত্রশিবিরের সভাপতি দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দেশের সামগ্রিক ছাত্ররাজনীতি নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যান ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিবির সভাপতি বলেন, ‘আমরা মূলত এসেছিলাম দেশনেত্রী খালেদা জিয়ার জন্য যে শোকবই ওপেন করা হয়েছে, সেখানে স্বাক্ষর ও শোক প্রকাশ করার জন্য।’

তিনি আরও বলেন, দেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে খালেদা জিয়া যে নির্ভীক ও সাহসী ভূমিকা পালন করেছেন, ছাত্রশিবির তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

সাদ্দাম বলেন, ‘তারেক রহমানের সঙ্গে দেশের সামগ্রিক ছাত্র রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি আমাদের জন্য বিভিন্ন বিষয় ব্যক্ত করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি। দেশের স্বার্থে এবং বাংলাদেশের প্রশ্নে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ হতে পারি ও দেশের জন্য কাজ করতে পারি– সেই প্রত্যাশা আমাদের।’

শিবির সভাপতি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল ও মত নির্বিশেষে এই বাংলাদেশকে যেন আমরা ধারণ করতে পারি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি, বিএনপি, জামায়াতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলগুলো জুলাই-পরবর্তী যে নতুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জনগণের প্রত্যাশা রেখেছে, তারা তা পূরণ করতে পারবে।’

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়ার পাশাপাশি ছাত্রশিবির ও ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



banner close
banner close