বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ফেনী-এক (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তার বিকল্প প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার তিনটি আসনেই আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে আইন অনুযায়ী তারাই প্রার্থী হবেন।’
নির্বাচনি হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনু ১৯৭২ সালের এক মার্চ ফেনী সদর উপজেলার ইজ্জতপুরের সাতবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার বাবা মুন্সি গোলাম মোস্তফা এবং মা রেজিয়া বেগম। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:








