মঙ্গলবার

৩০ ডিসেম্বর, ২০২৫ ১৫ পৌষ, ১৪৩২

বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতীয় যুবশক্তির গভীর শোক ও শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৫:৫২

শেয়ার

বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতীয় যুবশক্তির গভীর শোক ও শ্রদ্ধা
সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতীয় যুবশক্তি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে।

মঙ্গলবার এক শোকবার্তায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক রাজনীতির এক বলিষ্ঠ ও প্রভাবশালী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় রাজনীতির বিকাশে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। আপসহীন নেতৃত্ব, দৃঢ় মনোবল ও সাহসী অবস্থানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন।

তাঁরা আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

শোকবার্তায় জাতীয় যুবশক্তি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়, তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।



banner close
banner close