শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৪

শেয়ার

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা
সংগৃহীত ছবি

মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি সাভারের উদ্দেশে রওনা হবেন। দেশে ফেরার পর এটি তার প্রথম ঢাকার বাইরের কর্মসূচি।

তারেক রহমানের স্মৃতিসৌধ সফরকে ঘিরে সাভার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জুমার নামাজের পর তিনি তার বাসভবন থেকে শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করবেন। এরপর সেখান থেকেই সড়কপথে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবেন।

এই সফরকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছেন এবং এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।



banner close
banner close