বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

নতুন নীড়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ২০:৪৭

আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২৫ ২১:৪৩

শেয়ার

নতুন নীড়ে তারেক রহমান
অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে বের হওয়ার ছবি।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর তিনি গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান। সেখানেই তিনি পরিবারসহ অবস্থান করবেন। ওই বাসভবনের পাশেই ‘ফিরোজা’ নামে খালেদা জিয়ার আবাসস্থল।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বৃহস্পতিবার দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৫টা ৫০ মিনিটে হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। এর আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান হাসপাতালে পৌঁছান। তাদের আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

এর আগে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কোনো ধরনের উসকানিতে সাড়া দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেমন জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল এবং ২০২৪ সালে যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মানুষ একত্র হয়েছিল, তেমনি আজও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের মানুষ এখন তাদের মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন সময় এসেছে সবাই মিলে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, এমন দেশ গড়াই তাদের লক্ষ্য।

এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি নেন। এ দৃশ্য দেখে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।



banner close
banner close