বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:২০

শেয়ার

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা রফিকুল ইসলাম খান
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মোস্তফা সাদ, সাধারণ সম্পাদক জাকারিয়া এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।



banner close
banner close