বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভিভিআইপি টার্মিনালসহ পুরো বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে আবদ্ধ করা হয়েছে।
বিমানবন্দরের প্রধান ফটকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। র্যাবের ডগ স্কোয়াড দিয়ে চলছে তল্লাশি কার্যক্রম, পাশাপাশি দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর বিশেষ টিম। এ ছাড়া বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী (সিএসএফ)ও সার্বক্ষণিক তৎপর রয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই বিমানবন্দর এলাকায় এই কঠোর নিরাপত্তা চিত্র দেখা যায়। বিমানবন্দরের বাইরে বনানীসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের জানান, তারেক রহমান বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন। তিনি বলেন, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ইতোমধ্যেই জনসমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত রাখা হবে এবং দলের স্থায়ী কমিটির সদস্যরাই তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন।
এরপর তিনি সরাসরি অসুস্থ মায়ের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানান পাভেল। যাত্রাপথে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে জনসমাবেশের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি রাখা হয়নি।
আরও পড়ুন:








