সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৭

শেয়ার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
সংগৃহীত ছবি

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা না এসে একজন অতিরিক্ত আইজিপি ব্রিফিং করায় হত্যাকাণ্ডের ঘটনাটিকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটি বলছে, সংবাদ সম্মেলনে প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে আশানুরূপ জবাব দিতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে প্রত্যাখ্যানও করেছে সংগঠনটি।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শহীদ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ।

একই সঙ্গে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেওয়ার বিষয়টি জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে।

আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শহীদ হাদি চত্বরে (শাহবাগ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



banner close
banner close