শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৪:৩৯

শেয়ার

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান সাদিক কায়েমের
ছবি: সংগৃহীত

ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত, সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত দেশের সকল ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

সাদিক কায়েম বলেন, ‘শহীদ হাদি ভাই কোনো ভায়োলেন্সের মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চান নাই। তার আদর্শ ছিলো মেধা-মনন, জ্ঞান দিয়ে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করা।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংগ্রাম দীর্ঘ। শহীদ হাদি যে লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন সাময়িক উত্তেজনা কিংবা সহিংসতা দিয়ে সে লক্ষ্য অর্জন করা যাবে না। বরং যেকোনো হঠকারী কর্মকাণ্ড শহীদ ওসমান হাদী ও আমাদের সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে।’



banner close
banner close