বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ করেন নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:০৯

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ করেন নূরুল ইসলাম বুলবুল
ছবি: বাংলা এডিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল।

বুধবার দুপুর ১২টায় তিনি জেলার প্রধান রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী এবং সদর আসনের জামায়াতের আসন পরিচালক অধ্যাপক আবু বকর।



banner close
banner close