বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

হাদির ওপর হামলার প্রধান অভিযুক্ত ফয়সালকে হাজির করতে হবে: জুমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:০০

শেয়ার

হাদির ওপর হামলার প্রধান অভিযুক্ত ফয়সালকে হাজির করতে হবে: জুমা
ছবি: সংগৃহীত

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ওসমান হাদির ওপর হামলার প্রধান অভিযুক্ত ফয়সালকে জীবিত অবস্থায় দ্রুত গ্রেপ্তার করে সামনে হাজির করতে হবে।

এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে নিশ্চিত হয় যে, ঘটনার মাত্র ৩-৪ ঘণ্টার মধ্যে দেশের সীমান্ত সিল করা হয়েছে। এই তথ্য থেকে স্পষ্ট যে, অপরাধী এখনও দেশের মধ্যে রয়েছে। তবে বর্ডার পেরিয়ে পালিয়েছে এমন প্রচারণা চালিয়ে তাকে ধরাছোঁয়ার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি এসবকে নরমালাইজ করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেন।

জুমা আরও বলেন, ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের সামনে হাজির করতে হবে।

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় ওসমান হাদিকে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে জরুরি কল কনফারেন্সে সিদ্ধান্ত নেয়া হয়, ওসমান হাদিকে বিদেশে পাঠানোর। ওই আলোচনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন।

এরপর ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফাতিমা তাসনিম জুমার এই দাবি এখনো সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, যেখানে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা করা হচ্ছে।



banner close
banner close