মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

'অতীতের সকল বস্তাপচা রাজনীতি প্রত্যাখ্যান করে নতুন দিগন্তের সূচনা করতে হবে'

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ২২:৩৯

আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২৫ ২২:৪৬

শেয়ার

'অতীতের সকল বস্তাপচা রাজনীতি প্রত্যাখ্যান করে নতুন দিগন্তের সূচনা করতে হবে'
ছবি: বাংলা এডিশন

অতীতের সকল বস্তাভরা রাজনীতি প্রত্যাখ্যান করে নতুন দিগন্তের সূচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহ জাহান চৌধুরী। সোমবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলতে হবে।

জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর এ্যাড. আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দীন, সেক্রেটারী তারেক হোসাইন, অধ্যাপক মুহাম্মদ হাসান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হারুন অর রশীদসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এ সভার আয়োজন করে।



banner close
banner close