সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

একটি দল হাদিসহ ৭০ জনের তালিকা করেছে; জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৫

শেয়ার

একটি দল হাদিসহ ৭০ জনের তালিকা করেছে; জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

একটি দল দেশকে কখনও শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ দেশে বহু নির্বাচন হয়েছে এবং ভবিষ্যতেও বহু নির্বাচন হবে; তবে একজন মানুষকে গুলি করার কোনো প্রয়োজন ছিল না। যারা এ ধরনের কাজ করে, তারা একটি চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনো শান্তিতে থাকতে দেবে না।

তিনি বলেন, তারা আগামী নির্বাচনে ৫৪ বছরের প্রতিশোধ নিতে চায়। আমরা যারা মুক্তিযুদ্ধ করে বেঁচে আছি, তাদের হত্যা করে কি প্রতিশোধ নিতে চান? নাকি নতুন প্রজন্মকে হত্যা করবেন? জাতি জানতে চায়, কিসের প্রতিশোধ নেয়া হবে? হাদি তো মরতে মরতে বেঁচে গেছে—এ ধরনের ছেলেদের হত্যা করবেন?

১৪ ডিসেম্বর রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, আমাদের বহু নেতা-কর্মী হত্যার হুমকি পাচ্ছেন। আমরা শুনেছি, আপনারা নাকি হত্যার জন্য ৭০ জনের একটি তালিকা করেছেন।

তিনি বলেন, বিএনপি হত্যাকাণ্ড থেকে দূরে আছে এবং দূরেই থাকবে। কিন্তু যারা হত্যাকাণ্ড চালিয়েছে এবং যারা হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাদেরকে বিএনপি সবসময় প্রতিরোধ করবে।



banner close
banner close