সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হাদির ওপর হামলায় মূল অভিযুক্ত পালিয়ে গেছে ভারতে, দাবি ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৩

শেয়ার

হাদির ওপর হামলায় মূল অভিযুক্ত পালিয়ে গেছে ভারতে, দাবি ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তি ভারতে পালিয়ে গেছে বলে দাবি করেছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘যদি হাদিকে হামলাকারী ভারতে আশ্রয় পায় আর ভারত তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে না দেয়, তাহলে এদেশে ভারতীয় দূতাবাস থাকতে দেওয়া হবে না।’

জাবের বলেন, ‘হাদির পরিবার হাসপাতালে আছে। গত দুদিনের মতোই তার অবস্থা অপরিবর্তিত। পরিবার বা রাষ্ট্র চাইলে বিদেশে নিতে পারে। আধা কোটি টাকা ব্যয়ে এয়ার ক্রাফট ভাড়া করা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে।’

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব অভিযোগ করেন, ‘গোয়েন্দা সংস্থা কোনো আলামত সংগ্রহ করতে পারেনি, আমরা সংগ্রহ করেছি। গোয়েন্দা সংস্থা অসহযোগিতা করছে।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এদিকে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এর মধ্যেই ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হাদির ওপর হামলার ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের দেশ ছাড়ার তথ্য পুলিশের কাছে নেই। তারা যাতে দেশ ছাড়তে না পারে, সেজন্য বিজিবিসহ সব ইমিগ্রেশন সতর্ক আছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে ১ জন বাইকের মালিক। বাকি ২ জন মানব পাচারের সঙ্গে জড়িত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হামলাকারীদের বিষয়ে তথ্য নেবে পুলিশ।



banner close
banner close