খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা-দুই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. নজরুল ইসলাম মঞ্জুর আয়োজনে ও নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়। এসময় তার অনুসারী নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পিকচার প্যালেস মোড়, হার্ড মেটাল গ্যালারী অতিক্রম করে ডাকবাংলো মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মো. নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘ঢাকা-আট আসনের প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। আমরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণ রাজপথে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
আরও পড়ুন:








