সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

‘হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে, অবস্থা সংকটাপন্ন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৯

আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৮:৪১

শেয়ার

‘হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে, অবস্থা সংকটাপন্ন’
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে। ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পরিস্থিতি সংকটাপন্ন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

মঞ্জু বলেন, সিএমএইচে নেয়ার কথা বলা হয়েছিলো, তবে অবস্থা স্ট্যাবল না হওয়ায় আপাতত ঢামেকেই চিকিৎসা দেয়া হবে।

এর আগে, বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ওসমান হাদির মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।

এর আগে, শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করা হয়।



banner close
banner close