সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

চাঁদাবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নেই : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫৩

আপডেট: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫৬

শেয়ার

চাঁদাবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নেই : জামায়াত আমির
জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান

চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কারণে দেশে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনী ইশতেহার।’ ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

এক নির্বাচনী প্রচারণায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী দেশের সকল নাগরিকের জন্য ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির অবসান ঘটানো ছাড়া শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়। শ্রমজীবী মানুষ ও সম্পদশালীদের মধ্যকার আকাশছোঁয়া বৈষম্য কমাতে হবে।

তিনি আরও বলেন, অনেক বন্ধু বলেন, তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিনটি শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না।

নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশে অপরাধ কমছে না দাবি করে জামায়াত আমির আরও বলেন, অপ-নির্বাচনের মাধ্যমেই সব অপরাধের সূত্রপাত। তাই আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে হবে, যাতে সত্যিকারের জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনার সুযোগ পায়।

তিনি বলেন, অনেকে নির্বাচনের আগে ঘোষণা দেন যে ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। তাদের প্রতি আহ্বান—পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন।



banner close
banner close