শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

মনোনয়ন না পেয়ে স্যালুট দেয়া সেই রিকশাচালক সুজনের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩১

শেয়ার

মনোনয়ন না পেয়ে স্যালুট দেয়া সেই রিকশাচালক সুজনের প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জুলাই আন্দোলনের আইকনিক স্যালুট দিয়ে পরিচিত হওয়া রিকশাচালক মোহাম্মদ সুজন জায়গা পাননি এই তালিকায়। ফলে ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন না তিনি।

বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

মনোনয়ন না পেলেও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন। তিনি বলেন, এ বিষয়ে দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। তবে গরিবরা আমাকে চেয়েছে, আমি তাদের জন্য কাজ করতে চেয়েছিলাম। এখন এনসিপি ভালো জানে তারা কি করবে।

অন্যদল থেকে মনোনয়ন নেয়ার ব্যাপারে সুজন বলেন, অন্যদল থেকে কোনো চাওয়া নেই। আমি আন্দোলনে যুক্ত হয়েছি পরিবর্তনের জন্য। পরিবর্তনটা হলো জনগণের চাওয়া পাওয়াকে মূল্য দিতে হবে। সংসদে যেই যাক জনগণের চাওয়া পাওয়াকে যেনো গুরুত্ব দেয়া হয়।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করতে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সুজন। বাংলামোটরের অস্থায়ী কার্যালয় থেকেই তিনি ফরম নেন। সেদিন তিনি সাংবাদিকদের জানান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। আন্দোলনের সময় সেখান থেকেই পরিচিতি পাইছি। তাই এই আসন থেকেই নির্বাচন করতে চাই; আমি নিজেই এই আসন বেছে নিয়েছি।



banner close
banner close