শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলীতে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ দোয়ায় হাজারো মানুষের ঢল নামে। গোটা মাঠ উপচে পড়া জনসমাগমে পরিণত হয় দোয়ার মিলনমেলায়।
বগুড়া-সাত (শাজাহানপুর–গাবতলী) আসনের বিএনপি প্রার্থী ও বেগম খালেদা জিয়ার নির্বাচনি পরিচালনার সমন্বয়কারী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘গাবতলীর মানুষের হৃদয়ে এখনো শহীদ জিয়া পরিবার অটুটভাবে জায়গা করে আছে। আজকের দোয়া মাহফিল সেই ভালোবাসারই প্রমাণ।’
বিশেষ এই দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মী, শাজাহানপুর ও গাবতলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের উপস্থিতির ঢল ছিলো।
নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু জাতীয় নেত্রী নন, তিনি আমাদের গাবতলীর ঘরের বউ। তার সুস্থতার জন্য আজ আমরা এক মনে দোয়া করছি।
দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে এলেই দেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে।
দোয়া পরিচালনাকারী আলেমগণ বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে বলেন, হে আল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ সুস্থতা দান করুন। তার সকল রোগ-ব্যাধি দূর করে তাকে সুস্থভাবে দেশের কল্যাণে কাজে ফিরিয়ে দিন।
আরও পড়ুন:








