মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে চাই না: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৮

শেয়ার

ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে চাই না: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না।

মঙ্গলবার গত বছরের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি দেয়ার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতায় যেতে চাই। আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোন আনহোলি নেক্সাসকে, ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলডভাবে ক্ষমতায় যেতে চাই না।

তিনি আরও বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, জনগণকে যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী, আমরা যেতে চাই।



banner close
banner close