ফরিদপুরে এনসিপির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণাফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রাথমিক কাঠামো চূড়ান্ত করে এ কমিটি প্রকাশ করা হয়।
নবঘোষিত কমিটিতে হাসিবুর রহমান অপু ঠাকুরকে আহ্বায়ক ও সাইফ হাসান খানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দুই নেতা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন। তাদের যৌথ স্বাক্ষরের মাধ্যমে ফরিদপুর জেলা কমিটি আগামী ছয় মাসের জন্য ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সম্মুখসারীর জুলাই-যোদ্ধা। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া, সদস্য সচিব সাইফ হাসান ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাসিন্দা ও ফরিদপুরের সম্মুখসারীর জুলাই-যোদ্ধা।
আরও পড়ুন:








