শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

এনসিপি নেতা আখতারের বক্তব্যের নিন্দা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৫:০৭

শেয়ার

এনসিপি নেতা আখতারের বক্তব্যের নিন্দা জামায়াতের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ‘অস্ত্রের রাজনীতি’ সংক্রান্ত মন্তব্যকে সম্পূর্ণ অসত্য, মনগড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার এক বিবৃতিতে অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ‘ছয় ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে আখতার হোসেন যে অভিযোগ করেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জামায়াত একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল, যা আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আমাদের রাজনৈতিক ইতিহাস ও আচরণ কোথাও ‘অস্ত্রের মহড়া’ বা সহিংস রাজনীতিকে অনুমোদন করে না। এসব বক্তব্য সরাসরি অসত্য ও রাজনৈতিকভাবে প্রণোদিত।’

জুবায়ের আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে জামায়াত সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসেছে। দেশের মানুষ জানে জামায়াত কখনোই সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডের পথে হাঁটে না। তাই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং সস্তা রাজনীতির উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, আখতার হোসেন তার ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। রাজনৈতিক বিভাজন উসকে দেয়া বা মিথ্যাচার ছড়িয়ে কোনো দলই দীর্ঘমেয়াদে লাভবান হয় না।



banner close
banner close