ব্রাহ্মণবাড়িয়ার কসবা–আখাউড়া সংসদীয় এলাকায় আবারো বড় ধরনের রাজনৈতিক পুনর্বিন্যাস ঘটেছে। বিএনপি, জাতীয় পার্টি–জাপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটায় মিনারকোটের চার নং ওয়ার্ডে আয়োজিত এক জনসমাবেশে এ যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা–আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার। তিনি বলেন, ‘ইসলাম এসেছে বিজয়ের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের বিজয় হবেই ইনশাআল্লাহ।’
তিনি আরও দাবি করেন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীচক্রকে জনগণ প্রত্যাখ্যান করবে এবং দেশ গঠন হবে সবার অংশগ্রহণে।
বিএনপি নেতা শিশু ভূইয়া, তুলাই শিমুল ও হেফজু ভূইয়ার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক শিশু ভূইয়া, ইমাম হোসেন সোহেল, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, মেজর (অব.) সাইদুল ইসলাম, আবুল বাসার ভূইয়া, আখাউড়া উপজেলা আমির ইকবাল হোসেন ভূইয়া, সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা উসমান গণি, হেফজু ভূইয়া, বিল্লাল ভূইয়া, দোলন ভূইয়া, আবুল কালাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ন্যায়, মূল্যবোধ ও সুশাসনের রাজনীতিতে আস্থা রেখেই মানুষ জামায়াতের প্রতি ঝুঁকছে এবং ভবিষ্যতেও এ প্রবণতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








