শনিবার

৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ, ১৪৩২

কেরানীগঞ্জে জামায়াতের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ২০:০৭

শেয়ার

কেরানীগঞ্জে জামায়াতের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মাঠ সক্রিয় হয়ে উঠেছে কেরানীগঞ্জে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী গণমিছিল আয়োজন করে। জিনজিরার জনি টাওয়ার থেকে শুরু হওয়া এই মিছিল কদমতলী–হাসনাবাদ সড়ক ঘুরে ওষুধ ফ্যাক্টরি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা–৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম মিছিলে নেতৃত্ব দেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গঠনে মানুষের ঐক্য প্রয়োজন। গণমিছিলে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে—জামায়াত জনগণের পাশে আছে বলেও তিনি মনে করেন।

তিনি আরও বলেন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটানো সম্ভব নয়। অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন জাতীয় সংসদকে ‘কুরআন সংসদ’ হিসেবে গড়তে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন চেয়েছেন অধ্যক্ষ শাহীনুর ইসলাম।

মিছিলে স্থানীয় নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।



banner close
banner close