বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালী-২ আসন: শফিকুল ইসলাম মাসুদের বিপরীতে লড়বেন বিএনপির শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩১

শেয়ার

পটুয়াখালী-২ আসন: শফিকুল ইসলাম মাসুদের বিপরীতে লড়বেন বিএনপির শহিদুল আলম
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল আলম তালুকদারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে একক আলোচনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রথম ধাপে আসনটিতে বিএনপি প্রার্থী না দিলেও বর্তমানে প্রার্থী ঘোষণা করায় এখানে ব্যালটে-সিলে তুমুল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

এর আগে, এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে মোট ছয়জন প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে থেকে শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেয় দলটি।

সাধারণ ভোটাররা বলেন, বর্তমানে এখানে বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করায় ব্যপক আমেজ তৈরি হয়েছে। আমরা মনে করি, এখানে ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ও এনসিপির মুজাহিদুল ইসলাম শাহিনের সঙ্গে যুক্ত হলো বিএনপির শহিদুল আলম তালুকদারের নাম। যা ভোটের মাঠে তৈরি করবে নতুন সমীকরণ—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা।



banner close
banner close