বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা ঘিরে প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে তার নিজস্ব ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি তার দেয়া ওই ফেসবুক পোস্টে লিখেছেন, বহু বছর ধরে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তনের যে উদ্দাম আয়োজন-লাখো মানুষের উপস্থিতি, জনতার উচ্ছ্বাস, আবেগের বিস্ফোরণ ও সমর্থকদের বাঁধনহারা উল্লাস কল্পনা করে আসছিলেন, বাস্তবে তার কোনোটি হয়তো ঘটবে না।
বুধবার রাত ১১টায় ফেসবুকে করা রিজভীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও বর্তমান প্রেক্ষাপটে এমন বিশাল আয়োজন বা জনসমাবেশের বাস্তবসম্ভাবনা নেই বললেই চলে।
বিএনপি সূত্রগুলো বলছে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের ভেতরে নানামুখী আলোচনা থাকলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। রিজভীর পোস্টটি পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের ভাবনাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
আরও পড়ুন:








