ঢাকার কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৭ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। অগ্নিকাণ্ডের পর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীসহ আশপাশের মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক্যাম্পে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিচ্ছেন। আগুনে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের জন্য প্রাথমিক চিকিৎসা, পোড়া ঘায়ের চিকিৎসা, শ্বাসকষ্ট ও সংক্রমণজনিত রোগের সেবা ছাড়াও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ব্যবস্থাও রাখা হয়েছে।
ডা. এস এম খালিদুজ্জামান বলেন, “ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া আমাদের মানবিক দায়িত্ব।” পাশাপাশি তিনি সরকারি উদ্যোগে আরও মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানান, যাতে ভুক্তভোগীরা পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর চিকিৎসার অভাবে যখন তারা বিপাকে পড়েছিলেন, তখন এই ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:








