বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআন শরিফ খতম এবং সদকা হিসেবে ছাগল জবাই কার্যক্রম অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটকালে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কখনোই দেশ ত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও, অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে, খালেদা জিয়ার রোগমুক্তির আশায় ৪টি ছাগল জবাই করে, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
আরও পড়ুন:








