ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। চারদিকে দাঁড়িপাল্লার গণজোয়ার উঠেছে। তরুণ, যুবকরা তাদের মেধা খাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, ন্যায় ও ইনসাফের প্রতীক হয়ে উঠেছে দাঁড়িপাল্লা।
সোমবার রাতে রাশেদুল ইসলামের নির্বাচনী এলাকা শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদুল আরও বলেন, শেরপুর সদরের ১৪টি ইউনিয়নের মাঠে ময়দানে জামায়াতে ইসলামী যে সাড়া পাচ্ছে, এতে ইনশাআল্লাহ আগামীতে জয় জামায়াতের হবেই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা গড়তে সবচেয়ে বেশি নারী ও তরুণ ভোটাররা ঝুঁকছেন জামায়াতে। সম্প্রতি শেরপুর পৌরসভায় একটি ওয়ার্ডে বিএনপি সমর্থক প্রায় ২৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন। এছাড়াও কামারিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুল হকের নেতৃত্বে আটজন জামায়াতে যোগ দিয়েছেন। জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের অধিকারকে সম্মান করে।
শিবিরের কেন্দ্রীয় সাবেক এ সভাপতি সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চান।
যুব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামি শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা নূরে আলম সিদ্দিকি , উপজেলা বায়তুলমাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমানসহ শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরও পড়ুন:








