সংবাদ সম্মেলনের খবর সংগ্রহে বাধা, সম্প্রচার বন্ধের চাপ এবং সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রনেতারে বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পর্যটন মোটেলের একটি কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের প্রতিবাদের মুখে পরে তিনি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।
জানা গেছে, গত শনিবার (২৯ নভেম্বর) এনসিপির ১১৪ সদস্যের রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে। এরপর থেকেই কিছু এনসিপি নেতা-কর্মী সাইফুল ইসলামকে আওয়ামী দোসর বলে অভিযোগ তুলে আন্দোলন করে আসছিলেন।
এ অবস্থার মধ্যে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে এনসিপির রাজশাহী জেলার নবগঠিত কমিটি পর্যটন মোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দেওয়ার একপর্যায়ে সোয়েব আহমেদসহ কয়েকজন উত্তেজিত অবস্থায় কক্ষে ঢোকেন। এ সময় তারা দ্রুত লাইভ সম্প্রচার বন্ধ, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম গুছিয়ে কক্ষ ত্যাগ করার নির্দেশ দিতে থাকেন এবং সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন। একপর্যায়ে তারা কক্ষ তালাবদ্ধ করার হুমকি দিলে সাংবাদিকরা প্রতিবাদ জানান। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বেগতিক হলে সাইফুল ইসলামের সমর্থকেরা সাংবাদিকদের পক্ষ নিয়ে প্রতিবাদ করেন এবং হুমকি দেওয়া এনসিপি নেতা-কর্মীদের মোটেল থেকে বের করে দেন। এরপর মোটেলের বাইরে বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে। রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা ঘটনার নিন্দা জানিয়ে জড়িত দুজনের শাস্তির দাবি করেছেন। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এনসিপির সব সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
এনসিপির মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, সোয়েব আমাদের সঙ্গে চললেও নগর বা জেলার কোনো কমিটিতেই সে নেই, কোনো পদেও নেই। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। মূলত জেলা আহ্বায়ক সাইফুলকে নিয়ে তাদের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, আমরা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। তারা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন:








