শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

বরিশাল-৫ আসনে নতুন মুখ লায়ন উমার রাযী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৫:২৮

শেয়ার

বরিশাল-৫ আসনে নতুন মুখ লায়ন উমার রাযী
লায়ন উমার রাযী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৫ (সিটি- সদর) আসনে আলোচনায় রয়েছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী লায়ন উমার রাযী আল ফারূক। উন্নয়নমুখী চিন্তা, স্বচ্ছতা ও জনসেবাকে সামনে রেখে- ইতোমধ্যেই নির্বাচনের মাঠে তাকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে।

লায়ন উমার রাযী রাজনৈতিকভাবে বরিশালের নির্বাচনী মাঠে একদম নতুন প্রার্থী, এবং স্থানীয়ভাবে বড় উদ্যোগ নেওয়ার সুযোগ এখনো পাননি। তবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩১৫ এ১)-এর জোন চেয়ারপার্সন, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ভাইস-চেয়ারম্যান এবং একাধিক আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংগঠনের সঙ্গে কাজ করছেন।

মানবিক সেবা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন Melvin Jones Fellowship (MJF)- যা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সর্বোচ্চ সম্মাননার একটি।

এই সম্মাননা প্রদান করে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (LCIF), যার হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের Oak Brook, Illinois- এ অবস্থিত।

বিশ্বব্যাপী যারা মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষকে সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা-স্বাস্থ্যসহ জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই সম্মাননা দেওয়া হয়।

উমার রাযীর এই অর্জন তাকে আন্তর্জাতিক মানের সেবামুখী নেতৃত্ব হিসেবে পরিচিত করেছে- যা তাকে বরিশালের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় আত্মবিশ্বাসী করে তুলেছে।

তিনি বলেন, ‘এই সম্মাননা আমার অনুপ্রেরণা। বরিশালের মানুষের সেবা দিয়ে এটাকে বাস্তবে রূপ দিতে চাই।’

সম্প্রতি লায়ন উমার রাযী ঘোষণা দিয়েছেন আধুনিক, মানবিক ও স্মার্ট বরিশাল গড়ার লক্ষ্যে ৭ দফা অঙ্গীকার, যা নগরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধানে বাস্তবায়নযোগ্য রূপরেখা হিসেবে নজরে এসেছে। তার অঙ্গীকারের মধ্যে রয়েছে সাশ্রয়ী চিকিৎসা সেবা, মানসম্মত প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন- কর্মসংস্থান বৃদ্ধি, যানজট- জলাবদ্ধতা নিরসন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, স্মার্ট সিটি বাস্তবায়ন এবং জনবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিতকরণ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে অঙ্গীকার ঘোষণার অনুষ্ঠানে লায়ন উমার রাযী বলেন, আমি প্রচলিত রাজনীতির ধারা অনুসরণ করতে আসিনি। বরিশাল আমার ঘর, আমার পরিবার। মানুষের প্রতি দায়বদ্ধতাই আমাকে সামনে এগোতে অনুপ্রাণিত করেছে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বরিশালের মানুষের সেবাই হবে আমার রাজনীতির মূলনীতি।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য ক্ষমতা নয়- দায়িত্ব। আমার স্বপ্ন উন্নত, মানবিক ও স্মার্ট বরিশাল। যেখানে রাজনীতি নয়, মানুষের সেবা হবে মূলনীতি; যেখানে প্রতিশোধ নয়, প্রতিযোগিতা হবে উন্নয়নে; যেখানে প্রতিশ্রুতি নয়, প্রমাণ হবে কাজে।

তরুণ ভোটারদের অনেকেই মনে করছেন, শহরের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে কর্মসংস্থান, শিক্ষা ও নগর ব্যবস্থাপনায় নতুন চিন্তার নেতৃত্ব সময়ের দাবি। এই জায়গায় তরুণ প্রজন্মের আস্থা হয়ে উঠতে চান এই তরুণ উদ্যোক্তা।



banner close
banner close