শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

খুলনায় জামায়াতের প্রার্থী হতে পারেন কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১৫:০১

শেয়ার

খুলনায় জামায়াতের প্রার্থী হতে পারেন কৃষ্ণ নন্দী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগেভাগেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটি মাঠে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটের পরিবেশ বিশ্লেষণ করে প্রয়োজন হলে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে। এর অংশ হিসেবে খুলনা-এক (দাকোপবটিয়াঘাটা) আসনে সনাতন ধর্মাবলম্বী নেতা কৃষ্ণ নন্দীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে বলে জানা গেছে।

খুলনা-এক আসনটি হিন্দু অধ্যুষিত এবং স্বাধীনতার পর এই আসন থেকে বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বী এমপি নির্বাচিত হয়েছেন। এমনকি ১৯৯৬ সালের জুনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এখান থেকে জয়ী হয়েছিলেন শেখ হাসিনা। স্থানীয় বাস্তবতায় হিন্দু ভোটারদের বড় অংশকে লক্ষ্য করে কৌশলগতভাবে ভিন্নধর্মাবলম্বী প্রার্থী দেওয়ার কথা ভাবছে জামায়াত।

বর্তমানে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করা হলেও মাঠে জোর প্রচারণা চালানোর মধ্যেই প্রার্থী পরিবর্তনের গুঞ্জন জোরালো হয়েছে। এতে নির্বাচনি মাঠে চিত্র পাল্টে যেতে পারে বলে দলের একাধিক নেতা মনে করছেন। তারা দাবি করছেন, জামায়াতের নিয়মিত ভোটারদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন যুক্ত হলে আসনে চমক দেখা দেওয়া সম্ভব।

ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি ও ব্যবসায়ী কৃষ্ণ নন্দী জানান, জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ঢাকায় ডেকে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা করেছে। তিনি বলেন, ‘দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি প্রস্তুত। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।’

২০০৩ সালে জামায়াতের হিন্দু শাখায় যোগ দেওয়া কৃষ্ণ নন্দী গত দেড় বছর ধরে ডুমুরিয়া উপজেলার হিন্দু শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। জুলাই বিপ্লবের পর থেকে তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংগঠনটিকে সক্রিয়ভাবে উপস্থাপন করছেন। ৩১ অক্টোবর ডুমুরিয়ায় অনুষ্ঠিত জামায়াতের প্রথম হিন্দু সম্মেলনে তিনি সভাপতিত্ব করে আলোচনায় আসেন।

বর্তমান প্রার্থী আবু ইউসুফ বলেন, কেন্দ্র তাকে এখনো প্রার্থী পরিবর্তনের বিষয়ে কিছু জানায়নি। তবে দল অন্য কাউকে মনোনয়ন দিলে তিনি তা মেনে নেবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, খুলনাসহ কয়েকটি জেলা থেকে হিন্দু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের প্রার্থীতার প্রস্তাব এসেছে। কৃষ্ণ নন্দীর নামও বিবেচনায় রয়েছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।



banner close
banner close