শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

আমাকে হারাতে জেলা বিএনপি ১০০ কোটি টাকার বাজেট করেছে: আলতাফ হোসেন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১৪:২১

শেয়ার

আমাকে হারাতে জেলা বিএনপি ১০০ কোটি টাকার বাজেট করেছে: আলতাফ হোসেন
ছবি: সংগৃহীত

পটুয়াখালী-এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, তাকে নির্বাচনে হারাতে জেলা বিএনপি প্রায় ১০০ কোটি টাকার বাজেট করেছে। বৃহস্পতিবার বিকেলে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ অভিযোগ করেন।

সভায় তিনি বলেন, জেলা বিএনপির কিছু নেতার আচরণ দলীয় স্বার্থবিরোধী। মনোনয়ন পাওয়ার পর তিনি জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার (কুট্টি), সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) ও সাবেক মেয়র মোস্তাক আহমেদের সাথে ফোনে ও সরাসরি যোগাযোগ করেছেন। কিন্তু তারা সহযোগিতার বদলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার দাবি, ‘দলের দুর্দিনে যারা লড়েছেন, তাদের হাতেই নির্বাচন হবে।’

আলতাফ হোসেন চৌধুরীর এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে জেলা বিএনপির নেতাদের কাছ থেকে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান অভিযোগটি ‘ভিত্তিহীন ও প্রমাণহীন’ বলে উল্লেখ করে বলেন, এতে দলীয় নেতাকর্মী ও ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকারও অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আলতাফ হোসেন চৌধুরী ইচ্ছাকৃতভাবে জেলা নেতৃত্বকে ছোট করছেন। তিনি আরও দাবি করেন, বয়সজনিত কারণে আলতাফ কী বলছেন তা নিজেই বুঝতে পারছেন না।

এ বিষয়ে আলতাফ হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের বক্তব্যে অনড় থেকে বলেন, তার কাছে অভিযোগের প্রমাণ রয়েছে।

দলীয় সূত্র জানায়, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আলতাফ হোসেন চৌধুরীর সাথে জেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরোধ শুরু হয়। সাম্প্রতিক মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সাময়িক ঐক্য গঠিত হলেও নির্বাচনি কার্যক্রমের মধ্যেই পুরোনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে আসে।



banner close
banner close