বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা হয়েছে। ফ্যাসিবাদ আর দমন-পীড়নের রাজনীতি এই দেশে চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
তিনি বলেছেন, তরুণ প্রজন্ম রক্ত দিয়ে নতুন ধারার জনবান্ধন ও ঐক্যের রাজনীতির পথ তৈরি করেছে। সুতরাং নতুন বাংলাদেশে যারা পুরোনো স্টাইলের ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে তারা বাংলাদেশ থেকে হারিয়ে যাবে।
শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এস এম খালিদুজ্জামান বলেন, বিগত স্বৈরাচারী সরকার আমাদের ওপর যে অত্যাচার করেছে, মিছিল করতে দেয়নি, সেই অপকর্মের ফল তারা এখন ভোগ করছে। তারা আমাদের নেতাদের ফাঁসি দিতে যে নিয়ম তৈরি করে গিয়েছিলো, সেই কোডেই আজ তাদের বিচার হচ্ছে।
বিগত ১৭ বছরের আন্দোলনে নারীদের ভূমিকার বিশেষ প্রশংসা করে জামায়াতের এই নেতা বলেন, আমাদের মা-বোনরা যে ভূমিকা রেখেছে, তা অতুলনীয় ও অপরিসীম। আমাদের অনেক বোন এই ফ্যাসিস্ট আমলে তার হাতের চুরি খুলে দিয়েছেন, সহায়তা করেছেন, নিজের গাড়ি দিয়ে দিয়েছেন। এছাড়াও অসংখ্য সময় তারা রান্না করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি রাজনৈতিক আন্দোলনে রাজপথে সময় দিয়ে আন্দোলনকে বেগবান করেছেন।
তিনি দাবি করেন, পাঁচ আগস্টের পর জাতি যখনই ক্রান্তিকালে পড়েছে, প্রত্যেকবার আমির ডা. শফিকুর রহমান এ দেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। এর মাধ্যমেই তিনি নিজেকে আগামী দিনে দেশের কাণ্ডারি হিসেবে উপস্থাপন করেছেন।
আরও পড়ুন:








