শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৪ অগ্রহায়ণ, ১৪৩২

প্যারোলে মুক্তি পেয়ে বিএনপি নেতার জানাজায় যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১০:০২

শেয়ার

প্যারোলে মুক্তি পেয়ে বিএনপি নেতার জানাজায় যুবলীগ নেতা
ছবি: সংগৃহীত

জামালপুরে বড় ভাই বিএনপি নেতার মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র ও বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর।

বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে জানাজায় অংশ নেন নজরুল ইসলাম সওদাগর।

জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছা‌মিউল হক সওদাগর ছানু। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জামালপুর জেলা কারাগার থেকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান ছোট ভাই সাবেক মেয়ের নজরুল ইসলাম সওদাগর। পরে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জে নেয়া হয়। জানাজায় অংশ নিয়ে বড় ভাই ছানু সওদাগরের রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চান সাবেক এই পৌর মেয়র।

সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর পৌর শহরের নিজ বাড়িতে পৌঁছালে উৎসুক মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়।

ছা‌মিউল হক সওদাগর ছানুর জানাজায় সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত, এনসিপি ও বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা ছানু সওদাগরকে দাফন করা হয়।



banner close
banner close