শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

আরেকবার যুদ্ধ হবে, তবুও আ.লীগকে ফিরতে দেয়া যাবে না: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৪:৪২

শেয়ার

আরেকবার যুদ্ধ হবে, তবুও আ.লীগকে ফিরতে দেয়া যাবে না: আলতাফ হোসেন চৌধুরী
ছবি: বাংলা এডিশন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারত আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে নির্বাচনি প্রভাব বিস্তার করতে চায়। তিনি বলেন, ‘ভারত চায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করুক, যাতে বাংলাদেশকে আবারও তাদের প্রভাবাধীন রাখা যায়। প্রয়োজন হলে আবারো আন্দোলন হবে, আবারও যুদ্ধ হবে, তবু এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না।’

বুধবার সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘ভারত আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করানোর জন্য আমাদের ওপর চাপ দিচ্ছে। কিন্তু বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়, তারা রাজনীতি করতে চায় না। তারা চায় নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে জনপ্রতিনিধিদের হাতে দেশ শাসনের ক্ষমতা তুলে দিতে।’

আওয়ামী লীগ সরকারের সময়ের পরিস্থিতি তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘তাদের আমলে কথা বলার সুযোগ ছিলো না। কিছু বললেই সিভিল পুলিশ এসে ধরে নিয়ে যেত। সামান্য প্রতিবাদ করলেই রাজাকার, পাকিস্তানপন্থী, এ ধরনের অভিযোগ তোলা হতো। আমরা তখন কিছুই করতে পারতাম না, শুধু চোখের পানি ফেলতাম।’

জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ওলামাদলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়া, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মুন্সি, এবিএম মাসুদ ও আবুল গাজী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুস সালাম শরীফ।



banner close
banner close