শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

‘সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১৮:৪১

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ ২০:৩২

শেয়ার

‘সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সাংবাদিক বন্ধুরা শুধু আমাদের ভালো কাজ তুলে ধরেন না, আমাদের অন্যায় ও ত্রুটি-বিচ্যুতিগুলো সংশোধনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও কাজ করেন তারা। সাংবাদিক ভাইয়েরা শুধু প্রচারই করেন না, প্রয়োজনে আমাদের সংশোধনও করেন। অনেক সময় তারা আমাদের শাসনও করেন। সাংবাদিকদের কারণে আমরা নিজেদের সংযত রাখি, লাগাম টানি। আপনাদের উপস্থিতির কারণেই আমরা সাবধানে চলি যেন কোনো ভুল না হয়ে যায়।

বুধবার দুপুর ২টার দিকে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে আয়োজিত জুলাই শহিদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার সামনে হয়তো একজন মানুষ ভুল দেখতে পারে, কিন্তু সাংবাদিকদের মাধ্যমে সেই ভুল লাখো মানুষের কাছে পৌঁছে যায়। আপনাদের আমরা যেমন ভালোবাসি, ঠিক তেমনি কোনো অপকর্ম বা অন্যায়ের কারণে আপনাদের ভয়ও করি। যাকে মানুষ ভয় করে, সেই ভয় কাটিয়ে উঠতে কেউ কেউ আবার আপনাদের আলাদা করে ভয় দেখানোর চেষ্টা করে।

ড. মাসুদ বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই- আপনাদের কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে ভয় দেখায়, তবে আমি শফিকুল ইসলাম মাসুদ হিসেবে সকল জুলুম-নির্যাতন মোকাবিলায় আপনাদের কর্মী হয়ে পাশে থাকব। বিভিন্ন পর্যায়ে সম্মানিত ওলামা-মাশায়েখদের নিয়ে তরুণদের মোটিভেশন দেয়ার চেষ্টা করা হয়েছে, যাতে তারা ভালো থাকে এবং ইসলামের অনুশাসন মেনে চলে। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিও তিনি বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।



banner close
banner close