শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে সহায়তার নির্দেশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১১:০৯

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ ১১:১০

শেয়ার

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে সহায়তার নির্দেশ তারেক রহমানের
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে।’

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘দলের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের প্রয়াস অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে।’



banner close
banner close