শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

বাউল আবুল সরকারের বক্তব্য মুসলিমদের অনুভূতিতে আঘাত দিয়েছে: এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ২১:১৫

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ২১:১৫

শেয়ার

বাউল আবুল সরকারের বক্তব্য মুসলিমদের অনুভূতিতে আঘাত দিয়েছে: এনসিপি
সংগৃহীত ছবি

ধর্ম অবমাননা, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তি ও সাম্প্রতিক হামলার ঘটনাকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি বিস্তারিত ব্যাখ্যা ও অবস্থান জানিয়েছে। দলটির ধর্ম ও সম্প্রীতি সেলের সাম্প্রতিক বিবৃতি ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেছে এনসিপি।

দলটি জানায়, বাউল আবুল সরকারের বক্তব্য এবং তার জামিনের দাবিতে মানববন্ধনকারীদের ওপর হামলাএই দুটি বিষয় এক নয়। আবুল সরকারের বক্তব্যের কিছু অংশ ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতিতে আঘাত করেছে, তার বিরুদ্ধে মামলা বিচারাধীন। এনসিপির দাবিএই বিষয়টির সমাধান বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।

দলটি স্পষ্ট করে জানায়, তাদের আগের বিবৃতির উদ্দেশ্য কখনোই ওই বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না। বরং মানববন্ধনে হামলার নিন্দা জানানো হয়েছিল, কারণ অহিংস রাজনৈতিক কর্মসূচি করার অধিকার সংবিধান প্রদত্ত।

এনসিপির বিবৃতিতে বলা হয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকলেও ধর্ম অবমাননা আইনত নিষিদ্ধ। “সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গোষ্ঠীর মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে”—এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কেউ কেউ দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে এনসিপি।

দলটি জোর দিয়ে বলে

ধর্ম অবমাননা আইনত অপরাধ, এনসিপি এর বিচার চায়।

কোনো ধর্মের বিরোধিতা দলটি করে না।

ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধেও এনসিপির অবস্থান দৃঢ়।

বিবৃতিতে অতীত সরকারের সময়ে ইসলামবিদ্বেষ, গুম-খুন ও দমন-পীড়নের প্রসঙ্গ উঠে আসে। এনসিপি জানায়, জুলাই গণ-অভ্যুত্থান ছিল ইসলামবিদ্বেষের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের বহিঃপ্রকাশ, এবং দলটি এ অবস্থানে এখনো অটল।

দায়িত্বশীল আলেমসমাজের ভূমিকায় গভীর শ্রদ্ধা জানিয়ে এনসিপি বলে, সমাজে সংযম, ন্যায় ও শান্তিপূর্ণ দাওয়াতের ঐতিহ্য ধরে রেখেছেন আলেমরা। ধর্মীয় ইস্যুতে তারা উত্তেজনা প্রশমিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এনসিপি আবারও জানায়

কেউ ভুল করলে আদালত বিচার করবে, জনতা নয়। আইন হাতে তুলে নেওয়া ইসলামসম্মত নয়; বরং ইসলামের শিক্ষা হলো ন্যায়বিচার, সত্য ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত।

বিবৃতির শেষাংশে বলা হয়, বিভ্রান্তি ও রাজনৈতিক অপপ্রচারের নিন্দা জানায় এনসিপি। তারা শান্তি, ন্যায়, সম্প্রীতি ও আইনের শাসনের রাজনীতিতে অটল থাকার ঘোষণা পুনর্ব্যক্ত করে।



banner close
banner close