শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

অস্ত্রসহ গ্রেপ্তার সেই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১০:৩০

শেয়ার

অস্ত্রসহ গ্রেপ্তার সেই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি
ছবি: সংগৃহীত

পিস্তল সহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর বহিষ্কার হওয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর ফরাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার বিষয়টি জানানো হয়।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর জাহাঙ্গীর ফরাজীকে ২০২৪ সালের সাত নভেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যসহ সকল স্তরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরাজীর বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার বিষয়টি জানানো হয়।

এর আগে ২০২৪ সালের সাত নভেম্বর পটুয়াখালীর মির্জাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর ফরাজীকে অস্ত্রসহ আটক করেছিলো সেনাবাহিনী।



banner close
banner close