শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১১:৪৬

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ১১:৫৩

শেয়ার

পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এম. কেরামত আলী হল প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত “স্বৈরাচারের ফাঁসি” উপলক্ষে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ১০টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল খেলায় সুপারনোভা টিম চ্যাম্পিয়ন এবং ক্যাফেটেরিয়া টিম রানার্স আপ হয়। খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা সমবেত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম, পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক যেকোনো ইতিবাচক কার্যক্রমে আমরা পাশে থাকবো।”

সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, “শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন। সামনে আরও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি অধ্যাপক আবুল বাশার খান এম. কেরামত আলী হলকে নিজের স্মৃতিময় কর্মস্থল হিসেবে উল্লেখ করে বলেন, “এ ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি বিজয়ী ও রানার্স আপ দলকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ ব্যতিক্রমী টুর্নামেন্টে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করায় পুরো ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে।



banner close
banner close