শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

চব্বিশে যারা লড়াই করেছে, তাদের সংসদে যাওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১২:২৭

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৫ ১২:২৭

শেয়ার

চব্বিশে যারা লড়াই করেছে, তাদের সংসদে যাওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা লড়াই করেছেন, তাদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রবিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংসদে যাব, সৎ ও জবাবদিহি থাকবে। সংস্কার, বিচার, নির্বাচন আমাদের দাবি ছিল। দুইটি প্রক্রিয়া শেষ করে এখন নির্বাচনের দিকে যাচ্ছি। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কাজ চলছে।

মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, ২৪-এ যারা লড়াই করেছে, যাদের আত্মত্যাগ ছিল জবাবদিহি ও অধিকারের জন্য, তাদের সংসদে যাওয়া উচিত।

এনসিপির এই নেতা বলেন, এখনও আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই।



banner close
banner close