শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ঢাকা-১৭ আসনে ফ্রি মেডিকেল ও খেলার সামগ্রী বিতরণ করলে ডা. খালিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২০:১০

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ২০:১১

শেয়ার

ঢাকা-১৭ আসনে ফ্রি মেডিকেল ও খেলার সামগ্রী বিতরণ করলে ডা. খালিদুজ্জামান
ছবি: বাংলা এডিশন

ঢাকা-১৭ আসনের গুলশান পূর্ব থানার উদ্যোগে শুক্রবার কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গুলশান পূর্ব থানার সেক্রেটারি ও শৃঙ্খলা বিভাগের প্রধান আবদুল মোতালেব মঈন। সভাপতিত্ব করেন থানা আমীর মোহাম্মদ জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন থানা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, থানা অর্থ সম্পাদক আবদুল মোতালেব টিপন, থানা অফিস সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমেদ, ফারুক হোসেন, তৌহিদুল ইসলাম রিয়াজ, শুরা সদস্যবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

কর্মসূচিতে স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. খালিদুজ্জামান মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন নির্বাচনে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি বক্তৃতায় প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানোর পাশাপাশি সার্বিক সাফল্যের জন্য দোয়া ও আল্লাহর রহমত কামনা করেন।

স্থানীয় নেতৃবৃন্দ আয়োজিত এ কার্যক্রমকে সফল করতে ভূমিকা রাখেন এবং অংশগ্রহণকারীরা এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ করেন।



banner close
banner close