দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে গত বছরের সাত নভেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যসহ সকল স্তরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরাজীর বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার বিষয়টি জানানো হয়।
এদিকে, দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে নিজেকে দলীয় পদে পরিচয় দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়টি বিএনপিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে ২০২৪ সালের সাত নভেম্বর পটুয়াখালীর মির্জাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর ফরাজীকে অস্ত্রসহ আটক করেছিলো সেনাবাহিনী।
আরও পড়ুন:








