শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ঢাকা মহানগর উত্তর কমিটি গঠন করলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১০:৪৩

আপডেট: ১৮ নভেম্বর, ২০২৫ ১০:৪৪

শেয়ার

ঢাকা মহানগর উত্তর কমিটি গঠন করলো এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন করা হয়েছে। এতে আরিফুল ইসলাম আদীবকে আহ্বায়ক ও সর্দার আমিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে

মঙ্গলবার দলের সদস্য সচিব আখতার হোসেন ফেসবুকে এক পোস্টে গঠিত কমিটি প্রকাশ করেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কাজী সাইফুল ইসলামকে। যুগ্ম আহ্বায়করা হলেন, ওমর ফারুক, মো. ওয়াহিদ আলম, তৌহিদ হোসেন, খন্দকার খালেদা আক্তার, মাইনুল ইসলাম, এ কে এম মাসুদুর রহমান, মুতাসিম বিল্লাহ, আনোয়ার জাহান আকাশ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন সাদিয়া ফারজানা দিনা। যুগ্ম সদস্য সচিব হলেন, মো. সোহেল রানা, আবদুল্লাহ আল মনসুর (দপ্তর সম্পাদক), ইমরান নাঈম, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. মান্নান তালুকদার (মাহিন), সাব্বির আহমেদ, আবু বকর সিদ্দিক, মো. ওয়াহেদুজ্জামান সুমন। সাংগঠনিক সম্পাদক হলেন মোস্তাক আহমেদ শিশির।

কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হলেন, মো. নুর আমিন খান, শফিকুল ইসলাম রানা খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শেখ জামাল আবির, মোহাম্মদ মোস্তাকিম, রেহেনা আক্তার রুমা, হামিদুর রহমান, তৌফিক আহমেদ, সামিনা নাসরিন স্বপ্নীল, মো. আতাউর রহমান সানী, শামসুল আলম সামস।

সদস্যরা হলেন, আকরাম হুসেইন, আনিসুর রহমান, ওমর ফারুক স্বপন, মো. আবু আদম ভূঁইয়া, মোহাম্মদ হারুন, তানভীর আহমেদ, ইকবাল হাসান, মোহাম্মদ সুমন, মোস্তাজ জুবের মিটলু, মো. সাইফুল ইসলাম, মো. শামীম মিয়া, আফরোজা বুলবুল, মুয়াজ জাহিদুল হক, তাহমীনা আক্তার যুথি, অ্যাডভোকেট মশিউর রহমান, শারমিন আক্তার শশী, আনিকা তাহসিন, মো. ইব্রাহীম খলিল, জুম্মারী আক্তার শিপা, মো. নয়ন মিয়া, ফেরদৌস আমিনী, রেদোয়ান গাজী, তানভীর আহমেদ ফাহিম, লাপিফা আক্তার, ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট প্রিয়াঙ্কা আক্তার, মাহবুবুর রহমান রায়হান, আজিমুল রিফাত, অ্যাডভোকেট সোহানা শারমিন, ফাহমিদ হোসাইন, আরাফ ইবন সাইফ, জেরিন আফরিন রিমি, শাহরিয়ার হোসাইন হিমু, মোফাখারুল আহমেদ, সামিনা আজম সীমা, মিনহাজুর রহমান, রাহিমা খাতুন, মোহাম্মদ বাবুল হোসাইন ও নাজমুল হাসান।



banner close
banner close