বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ভারতের প্রাইভেট কোম্পানি আদানীর সাথে যে বিদ্যুৎ নিয়ে চুক্তি করেছেন, তা দেশের স্বার্থে নয়, বরং ওই কোম্পানির স্বার্থে হয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতিকে সহযোগিতা করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এখনো ড. ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার।’
তিনি আরও বলেন, অন্যান্য চুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রেও দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে। বিদেশি কোম্পানির সাথে যে কোনো চুক্তি হবে, তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে দুর্বল করে তুলতে পারবে না। বিশেষ করে বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি ক্রমান্বয়ে বিদেশি অপারেটরের হাতে চলে যায়, তাহলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে।
তিনি বলেন, ড. ইউনূস সাহেবকে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। দেশের স্বার্থ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো হয়েছে, তার ফলে মানুষ অনেক ক্ষেত্রে হতাশ। সেই ধরনের চুক্তি দেশের জন্য ক্ষতিকর।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন ও আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব আতিকুর রহমান রুমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








