শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা গণদাবির বিপরীত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ২২:৫৩

শেয়ার

‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা গণদাবির বিপরীত’
ছবি: সংগৃহীত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা গণদাবির বিপরীত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি ভিত্তিতে ডাকা জামায়াত নির্বাহী পরিষদের বৈঠক থেকে এ মন্তব্য করা হয়েছে।

জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে অংশ নেন দলের নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরাসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

বৈঠকে দুপুরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণ পর্যালোচনা করে বলা হয়, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি।

এ ছাড়া দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিশেষে বৈঠকে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।



banner close
banner close