নরসিংদীর রায়পুরার তরুণ প্রজন্মের অন্যতম পরিচিত মুখ ইঞ্জিনিয়ার পাপন ভূঁইয়া ঘোষণা দিয়েছেন, তিনি রায়পুরাকে নতুন করে গড়ে তুলতে চান শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের ধারায়। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে প্রতিজ্ঞাবদ্ধ ইঞ্জিনিয়ার পাপন ভূইয়া।
সম্প্রতি এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার পাপন ভূঁইয়া বলেন, ‘পুরো জুলাই-আগস্টে এই জাতি যেভাবে তরুণদের উপর বিশ্বাস রেখেছিলো, সেই ভরসার হাত হয়ে রায়পুরায় আমি বেড়ে উঠতে চাই, বন্ধু, সহকর্মী, ভাই কিংবা সন্তানের মতো সবার পাশে থেকে।’
তিনি আরও বলেন, ‘রায়পুরা দীর্ঘদিন ধরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। এখন সময় এসেছে সেই উপনিবেশরূপী সময়ের ইতি টানার। ‘আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরাই নতুনের সূচনা করবো।’
ইঞ্জিনিয়ার পাপন ভূঁইয়া তার রাজনৈতিক ও সামাজিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি কখনো পিছপা হননি, কোনোদিন পিছু হটবেনও না।
২০১৮ সালের সড়ক নিরাপত্তা আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের গণজাগরণসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে অংশ নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তার ভাষায়, ‘আমি সবসময়ই চেষ্টা করেছি জনগণের কণ্ঠস্বর হতে। আগামী দিনগুলোতেও রায়পুরার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই, উন্নয়নের প্রতিটি পদক্ষেপে তাদের অংশীদার করতে চাই।’
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ সমাজের মধ্যে ইঞ্জিনিয়ার পাপন ভূঁইয়ার গ্রহণযোগ্যতা বাড়ছে দ্রুত। সামাজিক উন্নয়ন ও নেতৃত্বের অঙ্গনে তার সক্রিয় ভূমিকা রায়পুরার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন:








