শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ১৫:২৪

শেয়ার

পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে চরকাজল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কপালভেড়া বাজারে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও গণঅধিকার পরিষদের সভা শেষে দুই দলের নেতাকর্মীরা ফেরার পথে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় দলের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গলাচিপা থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি দুই পরিবারের বিরোধ, যারা ভিন্ন দুটি রাজনৈতিক দলের সমর্থক। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও পটুয়াখালী-তিন (গলাচিপাদশমিনা) আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রার্থী হতে পারেন বলে আলোচনা চলছে।



banner close
banner close