শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ১৫:১৫

শেয়ার

মিরসরাইয়ে জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের মিরসরাই পৌর সভার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা জামায়াতের অফিসে পৌর আমীর মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবির।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সংহতি দিবসের চেতনা আমাদের জাতীয় চেতনা। সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ছিলো আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই চেতনাকে ধারণ করে আমাদের প্রিয় বাংলাদেশকে গড়তে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুন, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, অফিস সেক্রেটারি শফিকুল ইসলাম সিকদার প্রমুখ।

এছাড়াও মিরসরাই পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সকল ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



banner close
banner close